• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

জাতীয়

রাজধানীর সড়কে কমছে গাড়ি, ভোগান্তিতে অফিসগামী যাত্রী

  • ''
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি’র ডাকা ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে সকাল থেকে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম চোখে পড়ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী যাত্রীদের। এছাড়া গাবতলী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে সময়মতোই ছেড়ে গেছে ট্রেন। সকালে ধুমকেতু এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস সময়মতো ছেড়ে গেছে। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা গেছে। এরপরও শঙ্কা নিয়েই জরুরি প্রয়োজনে তারা যাতায়াত করছেন।

রেল লাইনের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঢাকা বিভাগের কমান্ড্যান্ট শহীদ উল্লাহ্ বলেন, যাত্রী ও রেলওয়ে স্থাপনার নিরাপত্তার জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা নেই। রেলওয়ে নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads